Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দরপত্র
বিস্তারিত

                                                                                                                               নিলাম  দরপত্র বিজ্ঞপ্তি


       এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতি জন্য জানানো যাচ্ছে যে, বগুড়া জেলার শেরপুর উপজেলার পরিত্যাক্ত আরডি-১ প্রকল্পের ২০০ মেঃ টন গোডাউনটি নিলামে বিক্রয়ের নিমিত্ত দরপত্র আহŸান করা হইতেছে। আগ্রহী দরদাতাগণের নিকট হইতে নি¤œলিখিত শর্তাবলী প্রতিপালন স্বাপেক্ষে  দরপত্র দাখিল করার জন্য অনুরোধ জানানো হইলো। 

শর্তাবলী ঃ

১.    প্রত্যেক দরপত্রদাতাকে তাহাদের নিজস্ব প্যাডে বা সাদাকাগজে ষ্পষ্ট অক্ষরে নিলামে ক্রেতার নাম, ঠিকানা, টেলিফোন নম্বর/মোবাইল নম্বর, প্রদত্ত দর অংকে ও কথায় লিখিয়া সীল মোহরকৃত খামে এবং খামের উপর “২০০ মেঃ টন  গোডাউন ক্রয়ের দরপত্র” লিখিয়া দরপত্র দাখিল করিতে হইবে।

২.    আগামী ২৪/০২/২০২২ খ্রিঃ তারিখে ১২.৩০ ঘটিকার মধ্যে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এর কার্যালয়, শেরপুর, বগুড়ায় রক্ষিত বাক্সে দরপত্র জমা দিতে হইবে এবং ঐ দিনই বেলা ১২.৩০ ঘটিকায় দরতাদাতাদের সামনে  (যদি কেহ উপস্থিত থাকেন) প্রাপ্ত দরপত্র সমূহ  উন্মুক্ত করা হইবে।

৩.    প্রত্যেক দরদাতাকে দরপত্র দাখিলের পূর্বে নিলামকৃত ভবনটি অফিস চলাকালীন সময়ে সরেজমিনে পরিদর্শন পূর্বক দর দাখিলের অনুরোধ করা হইলো এবং দরপত্র গৃহীত হইবার পর প্রস্তাবিত সম্পত্তির গুন, মান, পরিমাণ ও অবস্থান সম্পর্কে কোন আপত্তি গ্রহনযোগ্য হইবে না।

৪.    প্রত্যেক দর দাতাকে উদ্ধৃত দরের ২০% (বিশ শতাংশ) সম পরিমান টাকা জামানত বাবদ অগ্রণী ব্যাংক লিঃ, শেরপুর শাখা, শেরপুর, বগুড়া এর অনুকুলে যে কোন তফশীলী ব্যাংক হইতে ব্যাংক ড্রাফট অথবা পে- অর্ডার দরপত্রের সংগে সংযুক্ত করিতে হইবে। জামানত ব্যতিরেকে কোন দরপত্র মুল্যায়ন করা হইবে না। 

৫.    দরদাতা কর্তৃক উদ্বৃত দর গৃহীত হইবার পরবর্তীতে ০৫(পাঁচ) কর্মদিবসের মধ্যে সমুদয় মূল্য পরিশোধ করিবেন, ব্যর্থতায় জামানতের টাকা বাজেয়াপ্ত করা হইবে।

৬.    সর্বোচ্চ দরদাতা নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ন মূল্য পরিশোধে ব্যর্থ হইলে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতাকে নিলামকৃত সম্পদ খরিদ করিতে আহŸান করা হইবে। 

৭.    দরপত্রে প্রস্তাবকৃত মূল্য সরকার নির্ধারিত মুল্য হইতে কম প্রতীয়মান হইলে কর্তৃপক্ষ অত্র দরপত্র বাতিল পূর্বক পুনঃ দরপত্র আহŸান করিতে পারবেন। 

৮.    দরপত্র গৃহীত না হইলে জামানতের টাকা যথাসময়ে ফেরত দেওয়া হইবে।

৯.    অসম্পুর্ণ /ক্রুটিপূর্ণ দরপত্র সরাসরি বাতিল বলে গণ্য  হইবে।

১০.     দরপত্রের মাধ্যমে নিলামে অংশগ্রহনকারী ইচ্ছুক ব্যক্তি/প্রতিষ্ঠান নিলাম সম্পর্কিত বিস্তারিত তথ্য অবগত হইবার জন্য নি¤œস্বাক্ষরকারীর অফিসে (অফিস চলাকালীন সময়ে) যোগাযোগ করিতে পারিবেন।

১১.    সর্বোচ্চ দরদাতাকে সরকারী বিধি মোতাবেক দাখিলকৃত দরের অতিরিক্ত হিসাবে ১৫% ভ্যাট ও ৫% হারে উৎসে কর প্রদান করিতে হইবে। 

১২.    কর্তৃপক্ষ কোন কারন ব্যতিরেকে যে কোন বা সকল দরপত্র গ্রহন কিংবা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলিয়া গণ্য হইবে।


                                                                                                                                                                                                 মোঃ আরিফুর রহমান

                                                                                                                                                                                          উপজেলা পল্লী উন্নয়ন অফিসার

                                                                                                                                                                                            বিআরডিবি, শেরপুর, বগুড়া



প্রকাশের তারিখ
28/01/2022
আর্কাইভ তারিখ
24/02/2022