১। প্রথমিক সমিতি/ দল (পুরম্নষ/মহিলা) গঠন, ঋণ গ্রহণে পরামর্শ প্রদান ও এতদসংক্রামত্ম যাবতীয় তথ্য এবং ফরম সরবরাহ করা হয়।
২। সদস্য/ সদস্যাদের শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে নিজ পুঁজি গঠন।
৩। সমিতি/ দলের সদস্য/ সদস্যাগনকে সহজ শর্তে কৃষি উৎপাদন ও কৃষি উপকরণের জন্য (সার, বীজ, কীটনাশক এবং সেচযন্ত্রপাতি) ঋণ প্রদান।
৪। সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসুচী (সদাবিক), পল্লী প্রগতি প্রকল্প (পপ্রপ্র), আদর্শ গ্রাম প্রকল্প ০২ (আগ্রাপ্র০২) এর আওতায় নানুষ্ঠানিক দল গঠন এবং
উৎপাদনমুখী,আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য ঋণ প্রদান।
৫। আনুষ্ঠানিক সদস্য/ সদস্যাদের নিবন্ধনের পর পরই এবং অনানুষ্ঠানিক দল গঠনের ৮ (আট) সপ্তাহ পর ঋণ প্রদান করা হয়।
৬। সমবায়ীদের উৎপাদিত শষ্যের বাজারজাত করনের সুযোগ সৃষ্টি এবং ন্যায্য মূল্য প্রদানের সহায়তা প্রদান।
৭। নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতন রোধ ও য়ৌতুক প্রথা নির্মূলে সচেতনতা সৃষ্টিতে সহায়তা প্রদান।
৮। সদস্য/ সদস্যাদের বয়স্ক শিক্ষা,স্বাস্থ্য,পুষ্টি ও পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে পরামর্শ ও সেবাদান।
৯। বৃক্ষরোপন ও স্যানিটেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কল্পে পরামর্শ ও সহায়তা প্রদান।
১০। অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নাম মাত্র সেবামূল্যের বিনিময়ে ঋণ প্রদান।
১১। গ্রামীণ দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগীতা প্রদান এবং গ্রামীণ নেতৃত্বের বিকাশ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে দারিদ্র জনগোষ্ঠিকে সম্পৃক্ত করন।
আজই আপনি উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়ে যোগাযোগ করে উপরোক্ত সেবা গ্রহণ করম্নন এবং আপনার অর্থনৈতিক ও সামাজিক অবস্থার পরিবর্তন
করম্নন। বিআরডিবি আপনাদের সেবায় নিয়োজিত। ***
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস